সব সীমিত পরিসরে হইলেও হয়তো কিছুই হইলো না
সচেতন গন অবাক বিশ্ময়ে দেখিল কিছুই কইলো না !
জাতি যে ধাক্কা দিতে জানে, টপকাইতে পারে, নিয়ম মানার ধৈর্য ভাঙ্গতে পারে! উপদেশও দিতে জানে!
তারপরও যারা দীর্ঘদিন বা ঈদ ছুটির পরে কর্ম-স্থলে উপস্থিত হবেন বেশ দূর থেকে হাত নেড়ে কুশল বিনিময়টাই হোক খুব জরুরী। কর্ম-স্থলে যাওয়া ও আসায় সর্বোচ্চ সু-চিন্তিত ও সতর্কতায়। অজান্তে জনতা অনেক কিছুই করে ফেলেছে! ভাইরাসের উপসর্গ নিয়ে গোপনে অনেকেই থাকতে পারেন খুব কাছেই।
নিজেদের চোখ যখন নিজেরাই এড়িয়ে
অকারণে ঘুরা-ঘুরি কেনা কাটায় বেড়িয়ে –
শিকড়ের টানে মন কি আর মানে!
সীমিত এর অর্থ এখন সৃষ্টিকর্তাই জানে !
তারিখ: মে ২৯, ২০২০
রেটিং করুনঃ ,