বর্ণিলা সূচনা কথা- পর্ব-৪৬
অনেক দিন পরে তবে কয়েকদিন হলো বিশেষ করে ঈদ ছুটির পর থেকে অনুভূতিতে বেশ দোলা লাগাচ্ছে সদা হাস্যময়, সুখি মানুষের বিচরণ সমুখে।
অনেক সময় পার করিয়ে দেয় সমুখে থেকে পর্যবেক্ষণ থাকে তীব্র সুমুখ ভূমি পিছন ভূমিতে কখনো ভাবতে অবাক লাগে গুচ্ছিত অঞ্চলের রহস্য। ধরণে, গড়নে, বর্ণে, অরণ্যে, রেখায় গহ্বরে কি বা অনুভূতি!
বর্ণিলা ধরা দিচ্ছে যখন অলকের অনেক অনেক পরিবর্তন, মনের হতাশার বদলে শক্তি, নানান রঙিন স্বপ্ন, অনেক কিছুতে শুভ শুভ ভাব। একটা ভালো ভবিষতের আলোকচ্ছটা।
বর্ণিলা অলকের মনে ধরা দিয়েছে বাসা বেঁধেছে, অনুসরণ অনুকরন করছে, বর্ণিলা হওয়ার আসায় এটাই বড় কথা বড় সাফল্য। সরে যাচ্ছে সব অ-শুভের অপছায়া আর আশা সাফল্যের আলোকিত সময়ধারা।।
তারিখ: এপ্রিল ৩০, ২০২৪
সবার মত এবারো ঈদের ছুটি কাটিয়ে নতুন পোষাকে বেশ বর্ণিলাই সৌন্দর্য ছড়ালেও একটা মলিন ভাব বেশ ষ্পষ্ট; একা মনে স্মৃতিচারণে সদা হাসি হাসি লেগে থাকে মুখে।
বরাবরের মত সময় পার করিয়ে দেয় সমুখে থেকে পর্যবেক্ষণ থাকে তীব্র সুমুখ ভূমি পিছন ভূমিতে কখনো ভাবতে অবাক লাগে গুচ্ছিত অঞ্চলের রহস্য। ধরণে, গড়নে, বর্ণে, অরণ্যে, রেখায় গহ্বরে কি বা অনুভূতি! আগের থেকে এখন অবস্থানটা ঠিক সামনের বরাবর।
আকর্ষন কমে না কখনো, কোন বিরুক্তি ভাব। কর্মে দায়িত্বে এখনো উপরের সারিতে।।
তারিখ: এপ্রিল ৩০, ২০২৫
রেটিং করুনঃ ,