অন্তর বিলাসী আমার অন্তরে থেকো মায়া জালের মত রহস্য ছবি এঁকো। মুক্তি বলো যুক্তি বলো যত রহস্য জাল বন্দী রেখো সেখানে যত ধুম্রের অন্তরাল মায়ায় থাকো ছায়ায় থাকো যত ছন্দবেশে আমি যেন পাই সব বিলিয়ে শুধু ভালোবেশে। নয়নে নয়ন রাখার অধিক বাসনায় জীবনের সকল চাওয়া ভুলেছি প্রায় কেবলি নিভৃিতে, নির্জনে, কেবলি একাকার জেগে থেকো, সেজে […]
বিস্তারিত »রইলো জানার বাকি
ধীরে ধীরে মনে সঞ্চিত হয়েছে অনেক জ্ঞান ভান্ডার তোমার সৌন্দর্যে আছে হৃদয় কাটার তীক্ষ্ম সুক্ষ্য ধার তাই আমি দিতে জানি তোমার একটি চুলের সর্বচ্চো মূল্য মান যেখানে পরিমাপক শূণ্য, নাই তুলনা, মাথা নত করে সন্মান। আকুল হয়েছি অধিক বার কেন এতো সৌন্দর্য করে ভর মোহিত হই সাথে বিশ্ময়, শিহরণে হৃদয় কাঁপে থরথর এলোমেলো কখনও পরিপাটি […]
বিস্তারিত »একটি চুলের দাম !
ঘনো চুলে নয় চোখের দেখায় তোমার একটি চুলে দেহ মন প্রাণ হঠাৎ কম্পিত! উঠলো প্রচন্ড দুলে সেই তোমার চুলের শোভিত মায়ায়। হৃদয় আকাশ মিশেছে প্রশান্তির ছায়ায় কত বর্ণনায়, কত চিত্রে কত ভঙ্গিমায় গড়েছি ভাবনার ভূবন অসীম সীমায়। কত কাব্য কথা লিখে যায় আমার কলম লেখা থামার নয় কেটে যাবে যেন জনম জনম। নানান ধারায় লিখে […]
বিস্তারিত »