

লেখক:শওকত হোসেন। পল ক্লেবনিকভ, ‘ফোর্বস’ রাশিয়ার সম্পাদক। ২০০৪ সালের ৯ জুলাই। ‘ফোর্বস’ কার্যালয় থেকে বেরিয়ে একটু সামনে এগিয়েছেন। সময়টা ছিল মধ্যরাত। একটি গাড়ি থেকে চারবার গুলি করা হলো পলকে। মস্কোর রাস্তায় লুটিয়ে পড়লেন। হাসপাতালে নিতেও দেরি হলো। যে অ্যাম্বুলেন্স এসেছিল, তাতে ছিল না অক্সিজেনের ব্যবস্থা, এমনকি হাসপাতালের লিফটও ছিল নষ্ট। ফলে অপারেশন টেবিলে পৌঁছাবার আগেই […]
বিস্তারিত »