Welcome to rabbani basra

আমার লেখালাখির খাতা

শুরু হোক পথচলা !

Member Login

Lost your password?

Registration is closed

Sorry, you are not allowed to register by yourself on this site!

You must either be invited by one of our team member or request an invitation by email at info {at} yoursite {dot} com.

Note: If you are the admin and want to display the register form here, log in to your dashboard, and go to Settings > General and click "Anyone can register".

ইইউর ৫০ বছর: নতুন কে আসছে এই জোটে (২০২৩)

Share on Facebook

এএফপি প্যারিস

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আগ্রহী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আজ শুক্রবার কিয়েভে এই জোটের সঙ্গে বৈঠক বসেছে। তবে কী হবে, বৈঠক শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। গত ৫০ বছরে কয়েক দফায় সদস্য সংখ্যা বাড়িয়েছে এই জোট।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর ৪ মাস পর ২৭ সদস্যরাষ্ট্রের এই জোট দেশটির সদস্য হওয়ার আবেদন গ্রহণ করে। এ ছাড়া মলদোভার আবেদনও গ্রহণ করে। ইইউ জোটে সদস্য হওয়ার প্রক্রিয়ার প্রথম ধাপ এটি। এর মধ্যে পেরিয়ে গেছে কয়েক মাস। ইউক্রেন ইইউর সদস্যরাষ্ট্র হতে মরিয়া। সম্মেলন সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন, ইউক্রেনে শীর্ষ পর্যায়ে এই বৈঠকের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, ইইউর সদস্য হতে ইউক্রেনের দ্রুত নেওয়া পদক্ষেপের প্রতি ইউরোপের সমর্থন রয়েছে।

অনেকের আগমন, একজনের প্রস্থান

১৯৫৭ সালে ছয়টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির। পরে নামকরণ করা হয় ইউরোপীয় ইউনিয়ন। শুরুতে ছিল বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও পশ্চিম জার্মানি। ১৯৭৩ সালে এসে যোগ হয় যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড। এরপর আশির দশকে যুক্ত হয় গ্রিস, পর্তুগাল ও স্পেন।

১৯৯৫ সালের দিকে পূর্ব ইউরোপের দেশগুলোতে এই জোট সম্প্রসারণে মনোযোগ দেয়। এর সদস্য করা হয় অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেনকে। এর মধ্য দিয়ে এই জোট রাশিয়ার সীমান্তে পৌঁছায়।

২০০৪ সালে এর সদস্য সংখ্যা একলাফে বেড়ে ১৫টি থেকে ২৫টি হয়। নতুন ১০টি দেশের মধ্যে ৮টি ছিল পূর্ব ইউরোপীয় সাবেক কমিউনিস্ট দেশ এবং ২টি ভূমধ্যসাগরীয় দেশ। সবাই ইইউর পতাকাতলে চলে আসে। ২০০৭ সালে বুলগেরিয়া ও রোমানিয়া যোগ দিলে জোটের সদস্য হয় ২৭। আর ২৮তম সদস্যদেশ হিসেবে ২০১৩ সালে যোগ দেয় ক্রোয়েশিয়া।

২০১৬ সালে গণভোটে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের (ব্রেক্সিট) পক্ষে সে দেশের জনগণ ভোট দেয়। এরপর ২০২০ সালে প্রথম সদস্যরাষ্ট্র হিসেবে জোট থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য। ফলে সদস্যসংখ্যা কমে দাঁড়ায় ২৭-এ।

অপেক্ষায় তালিকায় আট

ইউক্রেন যুদ্ধ মধ্য ও পূর্ব ইউরোপে ইউরোপীয় ইউনিয়নকে আরও সম্প্রসারণ করার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।

গত বছরের ২২ ডিসেম্বর পঞ্চম বলকান দেশ হিসেবে বসনিয়ার সদস্য হওয়ার আবেদন গ্রহণ করে ইইউ। এর আগে উত্তর মেসিডোনিয়া (২০০৫), মন্টিনিগ্রো (২০১০), সার্বিয়া (২০১২) ও আলবেনিয়া (২০১৪) আবেদন করে। কসোভো ও জর্জিয়া গত বছর আবেদন করলেও এখনো তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্ক ১৯৯৯ সালে ইইউর সদস্যপদ পেতে আবেদন গৃহীত হয়। এরপর ২০০৫ সাল থেকে দেশটির সদস্যপদ পাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়।

কিন্তু ২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন চালান বলে অভিযোগ ওঠার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আঙ্কারার সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ২০১৯ সালে তুরস্কের সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।

ইউক্রেন, মলদোভাসহ এখন আটটি দেশ ইইউর সদস্যপদ পাওয়ার অপেক্ষায় রয়েছে। সর্বশেষ দেশটি হচ্ছে মলদোভা।

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেন, মলদোভাসহ পূব৴ ইউরোপের ৬টি দেশের সঙ্গে ২০০৯ সালে ইইউ একটি ইস্টার্ন পার্টনারশিপ গঠন করে। সংস্কারের স্বার্থে তাদের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা হয়। এই পার্টনারশিপের অন্য দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও রাশিয়ার মিত্র বেলারুশ। অবশ্য বেলারুশ পরে এর থেকে নিজেকে সরিয়ে নেয়।

আলোচনার বছরগুলো

ইইউর পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়া এক জটিল প্রক্রিয়া। এতে লেগে যায় বেশ কয়েক বছর। ইইউ আইন অনুযায়ী, ব্যাপক নিয়মের মধ্য দিয়ে যেতে হয় সদস্য হতে আগ্রহী রাষ্ট্রকে। ফিনল্যান্ড যেখানে চার বছরের কম সময়ের মধ্যে সদস্য হয়েছিল, সেখানে তিন বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে ৯ বছর অপেক্ষা করতে হয়েছিল।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর সঙ্গে শীর্ষ সম্মেলনের সামনে রেখে বলেছিলেন, ‘আমরা ইউক্রেনের জন্য সুখবরের অপেক্ষায় আছি।’

সূত্র:প্রথম আলো।
তারিখ:ফেব্রুয়ারী ০৩, ২০২৩

রেটিং করুনঃ ,

Comments are closed

বিভাগসমূহ

Featured Posts

বিভাগ সমুহ