
ঠিক তখন জোৎস্না নামে যখন কাছে, যেন মোঘলদের বাগানে অপরূপে সাজাও আমার দৃষ্টি তোমার রূপ সৌন্দর্যের প্রতিদানে, কত রঙিন কত মনোহর সু-শোভিত আমার তখন চারিদিক ! সত্যরা ধরে ঘিরে, পূর্ণতার সু-উচ্চ চূড়ায় আমি নির্ভিক।। যখন আড়ালে চলে যাও; ভেসে বেড়াই বিষন্ন বিষাদ সাগরে, ক্লান্ত, শ্রান্ত, মৃত্য প্রায় আমি, কঠিন সব হতাশা ঘিরে ধরে; ঘোর আঁধারে […]
বিস্তারিত »